×

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৪:৫৬ পিএম

ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন বিকাল ৩টায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানান গেছে। চিঠিতে সংশ্লিষ্ট বাহিনী, সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনাররাও উক্ত সভায় উপস্থিত থাকবেন। মহাপুলিশ পরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, বিজিবি মহাপরিচালক, ডিজিএফআই পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে এ চিঠিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App