×

খেলা

অজিদের বিপক্ষে কোহলিদের প্রতিশোধের ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১০:৪২ পিএম

অজিদের বিপক্ষে কোহলিদের প্রতিশোধের ম্যাচ
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কোহলিদের ১০ উইকেটে হারিয়ে লজ্জায় ডুবিয়েছে অজিরা। তাই শুক্রবারের ম্যাচটি ম্যান ইন ব্লদের কাছে সম্মান পুনরুদ্ধারের ম্যাচও। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। স্টার স্পোর্টস ওয়ান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ১৫ বছর আগে ২০০৫ সালে রাহুল দ্রাবিড়ের ভারত কলকাতার ইডেন গার্ডেনে ১০ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। ভুলতে বসা সেই স্মৃতি ভারতকে মনে করিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। যদিও এবারের সফর শুরুর আগে বিরাট কোহলির দলকে ফেভারিটের তকমা দিয়ে এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার কেন রিচার্ডসন। ভারতে এসে ভারতের মাটিতে তাদের হারানো কঠিন বলেই নিজেদের আন্ডারডগ হিসেবে দেখেছেন ২৮ বছর বয়সী রিচার্ডসন। কিন্তু সেটা ভুল প্রমাণ করে তৃতীয়বারের মতো ভারতের মাটিতে টানা ৪ ওয়ানডে জেতার কৃতিত্ব দেখাল অস্ট্রেলিয়া। এর আগে ২০০৩ ও ২০০৬-এ ভারতে টানা ৪ ওয়ানডে জিতেছিল তারা। ওদিকে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হারের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়েও হচ্ছে সমালোচনা। ৩ নম্বর ছেড়ে কেন চারে নামলেন তিনি? অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন পরীক্ষা-নিরীক্ষায় সমালোচনার মুখে ভারতের অধিনায়ক। তাই ম্যাচ শেষে বলেছেন, ব্যাটিং অর্ডার নিয়ে আবার ভাবতে হবে ভারতীয় অধিনায়ককে। প্রথম ওয়ানডেতে বেশ কিছু পরিবর্তন ছিল ব্যাটিং অর্ডারে। ওপেনিংয়ে শিখর ধাওয়ানের সঙ্গী ছিলেন রোহিত শর্মা। তিনে লোকেশ রাহুল, চারে নামেন কোহলি। বিশ্বকাপের ব্যাটিং অর্ডার এই ম্যাচে ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বিশ্বকাপে ধাওয়ান চোটে পড়ায় তখন ওপেনিংয়ে রোহিতের সঙ্গী ছিলেন লোকেশ রাহুল। এ ছাড়া কনকাশনের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে থেকে ছিটকে গেছেন ঋষভ পন্থ। বুধবার বিরাট কোহলিরা রাজকোটে পৌঁছেছেন। আর মাথায় চোট পাওয়া পন্থ গেছেন বেঙ্গালুরু। পন্থ ছিটকে গেলেও বদলি হিসেবে কাউকে নেয়া হবে কি না, তা পরিষ্কার জানানো হয়নি। তবে, ফিট থাকলে তৃতীয় ওয়ান ডে ম্যাচে টিমে থাকবেন পন্থ। গত বছর মার্চে ভারতে এসে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও টানা ৩ ম্যাচ জিতে ২-৩ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল স্মিথ-ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়া। এবার ভারতে পা রেখেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, ভারতকে হারিয়ে ভয়ঙ্কর দাবানলে ক্ষতিগ্রস্তদের জয় উৎসর্গ করতে চান। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দাপুটে জয় তুলে নিয়ে সেটি দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেন ফিঞ্চ-ওয়ার্নার-স্মিথরা। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে সফরকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App