×

আন্তর্জাতিক

৫ মাস পর কাশ্মীরে আংশিকভাবে ইন্টারনেট চালু

Icon

nakib

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৬:৪৮ পিএম

৫ মাস পর কাশ্মীরে আংশিকভাবে ইন্টারনেট চালু
ভারতের কাশ্মীরে মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রায় ৫ মাস যাবত বন্ধ করে রেখেছে দেশটির সরকার। যদিও আংশিকভাবে ইন্টারনেট খুলে দেয়া হয়েছে তবে সামাজিক মাধ্যম এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। জম্মুর হিন্দু অধ্যুসিত অঞ্চলের কিছু জেলায় ২ জি ইন্টারনেট চালু করা হয়েছে এবং সীমিত পরিসরে ব্রডবেন্ড ইন্টারনেট চালু করা হয়েছে। গত আগস্টে প্রদেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল আইনশৃঙ্খলা বজায় রাখার কথা বলে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর বড় আন্দোলন যেন দানা বাধতে না পারে সে জন্য দীর্ঘ্য সময় ধরে জরারী অবস্থা জারি করে ইন্টারনেট বন্ধ করে পুরো বিশ্ব থেতে বিচ্ছিন্ন করে ফেলা হয় প্রদেশটিকে। কোন গণতান্ত্রিক দেশে এত লম্বা সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ রেখে রেকর্ড অর্জন করেছে ভারত। উল্লেখ্য, কাশ্মীরের শিক্ষার্থীরা বিদেশে পড়তে যেতে আবেদন করতে পারছিল ইন্টারনেট বন্ধ থাকায়। আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনৈতিকভাবেও সংকটে অঞ্চলটির জনগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App