×

জাতীয়

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষতি ৪৯ কোটি

Icon

nakib

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৭:১৬ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ২০১১-১২ অর্থবছরে ৮টি অনিয়মে ৪৮ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮৬৭ টাকা ক্ষতি হয়েছে। এ অর্থ ক্ষতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদের অনুষ্ঠিত কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী বৈঠকে সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আব্দুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূঞা মোহন, আহসানুল ইসলাম (টিটু) ও ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন। বৈঠক সূত্রে জানা যায়, অতিরিক্ত চুক্তি সম্পাদন ও কার্যাদেশ দিয়ে সরকারের ৪৩ কোটি ৮৬ লক্ষ ২৫ হাজার ৫শত ২৭ টাকার আর্থিক দায় সৃষ্টি করা, ৫টি কালভার্ট নির্মাণ না করা সত্ত্বেও কালভার্ট নির্মাণের ৪২ লক্ষ ১৪ হাজার ১ শত ২ টাকা ব্যয় দেখিয়ে হিসাবভুক্ত করা, জামানতের অর্থের ওপর ব্যাংক হতে প্রাপ্ত সুদ বাবদ ১৩ লক্ষ ৩১ হাজার ৫ শত ৭৮ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়নি এবং পৌরসভার আওতাধীন সড়ক উন্নয়নে এখতিয়ার বহির্ভূত অনিয়মিত ব্যয় ৪৮ লক্ষ ২২ হাজার ৯ শত ৫৩ টাকা, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে যে কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে তা না করে ভিন্ন কাজ বাস্তবায়নের জন্য প্রকল্পের অর্থ খরচে অনিয়মিত ব্যয় ২ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার টাকা, অনুমোদিত ড্রয়িং এর কোন পরিবর্তন না হওয়া সত্ত্বেও আরসিসি ব্রিজের অবশিষ্ট অংশ নির্মাণ কাজে ঠিকাদারকে চুক্তিবদ্ধ পরিমানের অধিক পরিশোধ করায় ১৫ লক্ষ ৩ হাজার ১শত ২৮ টাকা ক্ষতি। এইচবিবি রাস্তাকে বিটুমিনাস কার্পেটিং রাস্তায় উন্নীতকরণ কাজে বিদ্যমান রাস্তার বালুর স্তর থাকা সত্ত্বেও পুনরায় স্যান্ড ফিলিং দেখিয়ে ৩৩ লক্ষ ৭ হাজার ২শত ৩০ টাকা আর্থিক ক্ষতি এবং বরাদ্দ মঞ্জুরী ব্যতীত ও মেয়াদ উত্তীর্ণ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের দায় দেনা পরবর্তি অর্থবছরে পরিশোধ করায় ১ কোটি ৬ লক্ষ ৭৪ হাজার ৩ শত ৪৯ টাকা অনিয়মিত ব্যয় মর্মে উত্থাপিত অডিট আপত্তি করা হয়েছে। কমিটি আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির এবং দোষিদের শাস্তির সুপারিশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App