×

সারাদেশ

শুভ-সুরেশ্বরের সোনার হরিণ এখন ‘সবজিচাষ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৩:১৮ পিএম

শুভ-সুরেশ্বরের সোনার হরিণ এখন ‘সবজিচাষ’

কচুর লতির জমিতে চাষে ব্যস্ততা। ছবি: প্রতিনিধি।

শুভ-সুরেশ্বরের সোনার হরিণ এখন ‘সবজিচাষ’

কচুর লতির ক্ষেতের পরিচর্যা। ছবি: প্রতিনিধি

শুভ আর সুরেশ্বরের গল্প এক সূতোয় বাঁধা। সোনার হরিণের পেছনে ছুটে তারুণের সোনালি দিনগুলো তার বিবর্ণ করেননি। নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা অবশেষে পুরোপুরিই সফল করেছেন। মাস্টার্স পড়ুয়া মনিরুজ্জামান আর প্রাথমিকের গণ্ডি না পেরুনো সুরেশ্বর মল্লিক দুজনেই বদলে ফেলেছেন ভাগ্য। তারা এখন দারুণ স্বাবলম্বী। সুরেশ্বর মল্লিক তো তিন তিনবার পেয়েছেন জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি পদক ও সবজি পুরস্কার। মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছেন মনিরুজ্জামান শুভ। মা অনেক কষ্টে তাকে বড় করেন, পড়ালেখা শেখান। বর্তমানে শুভ মাস্টার্সে পড়ছেন। তবে পড়ালেখা শেষ করার আগেই উদ্যোক্তা হয়ে উঠেছেন। চাকরি নামের সোনার হরিণ হন্যে হয়ে খোঁজার স্বপ্ন তার মাথাতেই আসেনি। কীভাবে নিজের পথ নিজে তৈরি করতে হয় সেটাই ছিল তার লক্ষ্য। কৃষি বিভাগের পরামর্শে শুভ প্রথমবারের মতো চার বিঘা জমিতে লতিরাজ কচু চাষ করেন। তাতে দারুণ সফল হন। ঘরেও আসতে থাকে অর্থ। মায়ের যেন হাঁফ ছেড়ে আরেকটু শক্ত করে বাঁচার স্বপ্ন হাতে পাওয়া হয়ে যায়। তবে শুভর গল্পটা চার বিঘাতেই আটকে থাকেনি। চলতি বছরেই তিনি ১৪ বিঘা জমিতে লতিরাজ কচুর চাষ করার পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে চারা তৈরি হয়ে গেছে। আরো বড় স্বপ্নে দিকে হাঁটছেন। পথ একই হলেও সুরেশ্বরের জীবনের গল্পের বাঁকটা ভিন্ন। জন্মের পরপরই সুরেশ্বরও তার বাবাকে হারিয়েছিলেন। আর ছেলেকে মানুষ করতে অন্যের বাড়িতে কাজের খোঁজে নেমে পড়েন তার মা। আর তাই অর্থাভাবে প্রায়মারির গণ্ডি পেরুনো হয়নি সুরেশ্বরের। চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই সংসারের হাল ধরতে হয় সুরেশ্বরকে। কৃষিকেই বেছে নেন পেশা হিসেবে। ধান, গম, পাট চাষ করে দু বেলা ভাতের ব্যবস্থা করতে হয়। এক পর্যায়ে সুরেশ্বর সবজি চাষ শুরু করেন। আজ তিনি সফল সবজি চাষী। প্রতিবছর বেগুন চাষ করে আয় করেন অন্তত ১৬ লাখ টাকা। তিনবার তিনি জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি পদক ও সবজি পুরস্কার পেয়েছেন। খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ দুই তরুণের সফলতার গল্প শুনে তাদের উৎসাহ দিয়েছেন। এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। [caption id="attachment_195626" align="aligncenter" width="1280"] কচুর লতির ক্ষেতের পরিচর্যা। ছবি: প্রতিনিধি[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App