×

বিনোদন

শিল্পকলায় প্রাচ্যনাটের ‘দেওয়ান গাজীর কিসসা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৩:২৯ পিএম

শিল্পকলায় প্রাচ্যনাটের ‘দেওয়ান গাজীর কিসসা’

দেওয়ান গাজীর কিসসা নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরীতে সুদীর্ঘ ১৮ বছর ধরে কাজ করছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থীকে থিয়াটারের সকল আনুষাঙ্গিক বিষয়ে ধারণা দেওয়া হয়। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিংয়ের ৩৭তম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

৩৭তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে আজ বের্টোল্ট ব্রেখটের Herr Puntilla and his man Matti অবলম্বনে ‘দেওয়ান গাজীর কিসসা’ উপস্থাপন করা হবে। নাটকটি রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর এবং নির্দেশনা দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা সুভাশিষ ভৌমিক এবং চিত্রশিল্পী বিপুল শাহ্। নাট্য প্রদর্শনী ছাড়াও মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App