×

খেলা

ফের সুসংবাদ পেলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১১:০৭ এএম

ফের সুসংবাদ পেলেন সাকিব

ফাইল ছবি।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আইসিসি। কিন্তু নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও একের পর এক সুসংবাদ পাচ্ছেন তিনি। গত বছর ২২ ডিসেম্বর উইজডেনের দশক সেরা একাদশে স্থান পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এমনকি তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন। এবার ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো ২০১৯ সালের ১০টি ব্যাটিং পারফরমেন্স মূল্যায়ন করেছে। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটিও আছে। তাই ২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের জন্যও মনোনীত হয়েছেন সাকিব।

এছাড়া বাকি ৯ জন হলেন- নাথান কাউল্টান নিল (অস্ট্রেলিয়া), শিখর ধাওয়ান (ভারত), রোহিত শর্মা (ভারত), শিমর হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), কার্লস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), বাবর আজম (পাকিস্তান), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।

গত বছর দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছেন টাইগার দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে বেশ দাপটেই খেলেছেন তিনি। টুর্নামেন্টের ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন। সব মিলিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। সেই বিশ্বকাপের সুবাদেই উইজডেনসহ বেশ কিছু ওয়েবসাইটের ২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশে ছিলেন তিনি। সে ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বাছাই করছে ২০১৯ সালের সেরা ওয়ানডে ইনিংসগুলো। সেখানে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে ১০টি ইনিংস। এই ১০ ইনিংসের ৯টিই বিশ্বকাপের। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ১২৪ রানের ইনিংসটি। টনটনের সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ সাকিবের সুবাদে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App