×

শিক্ষা

নির্বাচন পেছানোর দাবিতে ফের শাহবাগে বিক্ষোভ

Icon

nakib

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৭:৫৮ পিএম

সরস্বতী পূজার দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন বন্ধ করার দাবিতে আজ আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের তারিখ পেছানো না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণাও দিয়েছেন তারা। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। হাইকোর্টের উপর বন্দুক রেখে নির্দেশ দিয়ে আমাদের গায়ে আগুন ঢেলে দেবেন না। আপনারা (ইসি) নিজে তার উদ্যোগ নেন, আমাদের হাইকোর্ট দেখাবেন না। বেলা সাড়ে বারোটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ শেষে বেলা দুইটার দিকে গণপদযাত্রা করে পূর্বঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয় আন্দোলনকারীরা। পদযাত্রাটি শাহবাগে গণ-গ্রন্থাগারের সামনে এসে পৌছালে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে তারা নির্বাচন কমিশন যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে শাহবাগ মোড় অবরোধের করে রাখে। এতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাড়াও বিভিন্ন হলের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শাহবাগ অবরোধ করার কারণে ওই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ ছিল। নির্বাচনের তারিখ পেছানো না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়ে পরে বেলা তিনটার সময় অবরোধ কর্মসূচী প্রত্যাহার করেন তারা। শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি উৎপল বিশ্বাস। এদিকে সরস্বতীপূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করায় সরকার ও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরস্বতীপূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের একটি নীলনকশা। বর্তমান নতজানু নির্বাচন কমিশন সরকারের আদেশ ছাড়া নিশ্চয়ই নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই পরিকল্পনা করে এ কাজটি করা হয়েছে। বাংলাদেশ অবশ্যই অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। সরস্বতীপূজা সনাতন ধর্মের একটি বড় উৎসব। এই দিনে নির্বাচন হতে পারে না। নির্বাচনের তারিখ এগিয়ে বা পিছিয়ে দেওয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App