×

খেলা

আমাদের সুবিধামতই সূচি করেছে পিসিবি: পাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০২:০৭ পিএম

আমাদের সুবিধামতই সূচি করেছে পিসিবি: পাপন

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমাদের সুবিধামত সময়ে সূচি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সফরে রাজি হওয়া কূটনৈতিক পরাজয় নয়। এ নিয়ে সমালোচনার কিছু নেই।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আইসিসিরি সভা থেকে দেশে ফিরে একথা বলেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। বিসিবি ও পিসিবির মধ্যে কোনো সমস্যা নাই। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। বাংলাদেশ প্রথমে টি-টোয়েন্টি খেলে আসবে। তারপরে অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে গিয়ে টেস্টগুলো খেলে আসবে। আমরা এখনো সেই ধারাতেই আছি। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ দরকার। আমাদের কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে হলে হয়ত অনুশীলনটা ভাল হবে।

পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪- ২৭ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পরে দেশে ফিরে আবার পাকিস্তান সফরে গিয়ে ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App