প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন, চাঁদে নেওয়ার অঙ্গীকার

আগের সংবাদ

রুমানাকে ছাড়াই ভারতে টাইগ্রেসরা

পরের সংবাদ

শাহজালালে বিমান ওঠানামা শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০ , ১০:৫৩ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ১৫, ২০২০ , ১২:১৯ অপরাহ্ণ

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) কুয়াশার তীব্রতা বাড়ায় ভোর রাতে ৩টা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান।

সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠানামা করতে পারে না।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়