×

খেলা

ফাইনালে উঠার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:৫১ পিএম

ফাইনালে উঠার লড়াই
বঙ্গবন্ধু বিপিএলে প্লে-অফের লড়াই শেষ হয়েছে। যেহেতু এলিমিনেটর ম্যাচ তাই হিসাব সহজ, হারলেই বাদ। জিতলে ফাইনালে উঠতে পার হতে হবে আরো এক বাধা। যেখানে দিনের প্রথম খেলায় এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে বিদায় করে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর দ্বিতীয় খেলায় প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে রাজশাহী রয়্যালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। ইতোমধ্যে আজকের ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। কারণ ফাইনালে মুশফিকদের বিপক্ষে কে লড়াই করবে তা জানতে। চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে দল জয় পাবে সে খেলবে সরাসরি ফাইনালে। আর যে দল হারবে তাকে টুর্নামেন্ট থেকে সরাসরি বিদায় নিতে হবে। তাই দুদলের মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তা আর বলতে হবে না। তা ছাড়া ফাইনালে খেলার সুযোগ কে হাতছাড়া করতে চায় বলুন? রাজশাহী রয়্যালস যেমন চাইবে না তেমনি চাইবে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। কাজেই অলিখিতভাবেই বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচের তকমা পেয়ে গেছে। ফাইনালের এই মিশনে কে হাসবে শেষ হাসি? টি-টোয়েন্টি ক্রিকেটের মহারাজা ক্রিস গেইল নাকি তার স্বদেশী আন্দ্রে রাসেল। এই ম্যাচের জয়ী দলের হাতেই উঠবে ফাইনালের টিকিট। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই টিকিট তা এখনই বলা মুশকিল। তবে গত পরশু এলিমিনেটর ম্যাচে ঢাকাকে যেভাবে চট্টগ্রাম গুঁড়িয়ে দিয়েছে তা আর নতুন করে বলার কিছু নেই। কারণ টি-টোয়ন্টি ক্রিকেটে ম্যাচ জেতাতে যেখানে এক থেকে দুইজন প্লেয়ারই যথেষ্ট সেখানে চট্টগ্রামে আছেন বেশ কয়েকজন। ব্যাটিংয়ে উড়ন্ত ফর্মে আছেন ইমরুল, মাহমুদুউল্লাহ ও টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল। আর বোলিংয়ে অভিজ্ঞ রুবেল হোসেনের সঙ্গে আছেন চলতি বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মেহেদি হাসান রানা ও নাসুম আহমেদ। তবে রাজশাহীও যে একেবারেই হাত গুটিয়ে বসে থাকবে সে কথা বলা যাবে না। কারণ খেলাটি যেহেতু ক্রিকেট সেহেতু এখানে ভবিষ্যৎ বাণীর কোনো সুযোগ নেই। রাজশাহী দলে আছে লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব আর আন্দ্রে রাসেলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। এমনকি রাজশাহী রয়্যালসের টপঅর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিকের কথা নতুন করে বলার কিছু নেই। দলের অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে বেশ কয়েকটি ম্যাচে দাপটেই খেলেছেন তিনি। তা ছাড়া বল হাতে আবু জায়েদ রাহি, শোয়েব মালিক ও মোহাম্মদ ইরফান হঠাৎ করে জ্বলে উঠতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App