×

রাজধানী

ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৯:৫৬ এএম

ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালে অপেক্ষায় যাত্রীরা। ছবি: ভোরের কাগজ।

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ব্যাপক সিডিউল বিপত্তি দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটের ৬টি ফ্লাইটের কোনটিই ছেড়ে যেতে পারেনি। একই অবস্থা হয়েছে অন্য সব এয়ারলাইনের ক্ষেত্রেও।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ভোররাত থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় ভিজিবিলিটি ১০০ মিটারে নেমে আসে। অথচ বিমান ওঠানামার জন্য ৭/৮০০ মিটার ভিজিবিলিটি দরকার হয়। তবে সকাল সাড়ে নয়টা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বাংলাদেশ বিমানের সিলেটগামী, ইউএস বাংলার রাজশাহী ও নভোএয়ারের যোশোরগামী ফ্লাইট যাত্রা শুরুর অনুমতি দেয়া হয়। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানায় বেবিচক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App