×

শিক্ষা

আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৬:৫৫ পিএম

আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত (ভিডিও)

আন্দোলন স্থগিত করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আন্দোলনকারীদের একজন। ছবি: ভোরের কাগজ।

আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার মধ্যে ঢাকা দুই সিটির নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় তিনশতাধিক শিক্ষার্থী রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে এ পথে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। প্রায় ঘণ্টাখানেক পর বিক্ষোভকারীরা আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত দাবি মেনে নেয়ার জন্য ইসিকে আলটিমেটাম দেন।

শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে ‘পূজার দিনে নির্বাচন, মানি না মানব না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App