×

সারাদেশ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গি বেলাল গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৩:৫৭ পিএম

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গি বেলাল গ্রেপ্তার

গ্রেপ্তার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: ভোরের কাগজ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গি মো. বেলাল মিয়া ওরফে রুবেলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য। ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি তিনি।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে পটুয়াখালীর মহিপুর থানার অলিপুরা বাজার থেকে জেলা পুলিশের সহায়তায় জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিটের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

বেলাল মিয়ার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়িবৈদ্যটিলা এলাকায়।

পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান বলেন,  ২০০৫ সালে সারাদেশের ৬৩ জেলায় নিষিদ্ধ সংগঠন জেএমবি যে হামলা চালায় ওই মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বেলাল মিয়া। ঘটনার পর তিনি (বেলাল) আত্মগোপনে চলে যায়। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপন করছিলেন তিনি। বিভিন্ন সময় ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন। সর্বশেষ ২০০৭ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন এলাকায় রাজমিস্ত্রির কাজ নেন।

তার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App