×

আন্তর্জাতিক

পারভেজ মোশারফের ফাঁসির রায় বাতিল

Icon

nakib

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:২৭ পিএম

পারভেজ মোশারফের ফাঁসির রায় বাতিল

পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশারফ

সোমবার পাকিস্তানের লাহোর হাইকোর্ট দেশটির সাবেক সেনা প্রধান ও স্বৈরশাসক পারভেজ মোশারফের ফাঁসির আদেশ বাতিল করে দেয়। রাষ্ট্রদোহীতার অভিযোগে মোশারফের বিরুদ্ধে শুনানি হওয়া বিশেষ আদালত গঠনকেই ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করে হাইকোর্ট। শুনানি শেষে কোর্ট সাবেক এ সেনা শাসকের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদোহের অভিযোগকে আইনসম্মত নয় বলে উল্লেখ করে। দ্রুত এ বিষয়ে পূণাঙ্গ রায় ঘোষণা করা হবে জানায় পাকিস্তানী সংবাদ মাধ্যম দ্যা ডন। এর আগে ইস্তাম্বুলের একটি বিশেষ আদালত  বিচার শুরু হওয়ার ৬ বছর পর গত বছরের ১৭ ডিসেম্বর ফাঁসির রায় ঘোষণা করেছিল। সংবিধান স্থগিত করে জরুরী অবস্থা ঘোষণা করায় এ মামলা দায়ের করা হয়েছিল এস সময়ের প্রভাবশালী এ শাসকের বিরুদ্ধে। মোশারফের আইনজীবীর পক্ষ থেকে বিশেষ আদালতকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য আপিল করা হয়েছিল। এখন হাই কোর্ট বিশেষ আদালতকে অসাংবিধানিক ঘোষণ করায় ফাঁনসর আদেশও বাতির হযে গেল। উল্লেখ্য, পারভেজ মোশারফ এখন চিকিৎসার জন্য ডুবাই অবস্থান করছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App