×

সারাদেশ

দিনাজপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১২:১২ পিএম

দিনাজপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রতীকী ছবি।

দিনাজপুরে রামসাগর তাজপুর সরকারপাড়া এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে নাজপুর কোতয়ালি থানায় ১৭-১৮টি মামলা রয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলায় এ বন্দুকযুদ্ধ'র ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ার আবুল কাশেম কাইশা (৩০) ও রহমত আলী (৩২)। এ ঘটনায় ডিবির এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, ১০-১২ জন মাদক ব্যবসায়ীর একটি দল ভারত সীমান্ত থেকে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশ করবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সরকারপাড়া এলাকার রাস্তার পাশে অবস্থান নেন। পথরোধ করে তাদের থামতে বললে তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ডিবিও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে আবুল কাশেম কাইশা ও রহমত আলীর লাশ উদ্ধার করা হয়। এসময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হন।

নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App