×

সারাদেশ

চট্টগ্রাম-৮ আসনে ভোটগ্রহণ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ১০:২৫ এএম

চট্টগ্রাম-৮ আসনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে লাইনে ভোটাররা। ছবি: সংগৃহীত।

চলছে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে  সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।

চট্টগ্রাম-৮ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। প্রর্থীরা হলেন- মোছলেম উদ্দিন আহমদ নৌকা প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চার লাখ ৭৪ হাজার ৪৮৫ ভোটার ভোট প্রদান করবেন। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন তিন হাজার ৭৫৮ জন কর্মকর্তা। ভোটগ্রহণের সুষ্ঠু করতে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশে পাশাপাশি র‌্যাব, বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করছে।

চট্টগ্রাম-৮ আসনের এমপি মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করে এই উপ-নির্বাচন দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App