×

জাতীয়

এক ডজন নাগরিক সমস্যা চিহ্নিত করেছেন তাবিথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৩:৩১ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, জনগণ আমাদের গণসংযোগকালে যেভাবে বাসাবাড়ি থেকে জানালা খুলে হাত নেড়ে উৎসাহ দিয়েছেন তাতে আমরা আশ্বস্ত হয়েছি, ৩০ তারিখ ধানের শীষের বিজয় হবে। দেশনেত্রীর সালাম পৌঁছে দিতে আমরা জনগণের কাছে বারবার আসব।

গতকাল রবিবার মিরপুরের আগারগাঁও ৬০ ফিট এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণাকালে তাবিথ আউয়াল এ কথা বলেন। বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান তিনি। বেলা পৌনে ১১টায় মিরপুরের শাহআলী মাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল। মাজার গেট এলাকায় প্রচারণায় বাধার অভিযোগ করেন তিনি। এরপর দুপুরে মিরপুর চিড়িয়াখানা এলাকায় প্রচারণার সময় ৮নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত ফেরদৌস আহমেদ মিষ্টি ও বিএনপিদলীয় বিদ্রোহী প্রার্থী দেওয়ান সোলাইমানের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় নির্বাচনে প্রচারণার কাজে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ বলেন, নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার দি?কে তাকিয়ে আছি। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমা?দের প্রচারণায় হামলা চালাচ্ছে, ইট-পাটকেল নিক্ষেপ করা হ?চ্ছে। হামলায় আল আমিন না?মের আমাদের এক কর্মী আহত হ?য়েছেন। আমরা প্রচারকাজ চালাতে পার?ছি না। শা?ন্তিপূর্ণভা?বে প্রচারণা চালা?তে চাই।

তাবিথ আরো বলেন, আমরা এরই মধ্যে নাগরিক সমস্যার ১২টি জায়গা চিহ্নিত করে ফেলেছি। এই ১২টি জায়গায় আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ শুরু করে দেব। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসাভাড়াও রাজধানীর বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এই লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর দুর্নীতিতে ভরে গেছে। মেয়র নির্বাচিত হলে সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চাই।

পরে তাবিথ আউয়াল উত্তর বিশিল, গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, ১ নম্বর মিরপুর ঈদগাহ মাঠ, ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুরপাড়, ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর পীরেরবাগ, ৬০ ফিট, মধ্য পীরেরবাগ, মোল্লাপাড়া, মনিপুর স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০ নম্বর ওয়ার্ডের মিরপুর মাজার থেকে দ্বিতীয় কলোনি, তৃতীয় কলোনি হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফে গিয়ে প্রচারণার শেষ করেন। এ সম?য় বিএন?পির নির্বাহী কমি?টির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদ?লের সভাপতি সাইফুল আলম নীরব, ম?হিলা দ?লের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাবিথের সঙ্গে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App