আ.লীগের সদস্য পদের চিঠি পেলেন সাঈদ খোকন

আগের সংবাদ

এক ডজন নাগরিক সমস্যা চিহ্নিত করেছেন তাবিথ

পরের সংবাদ

বায়ু দূষণ রোধের করণীয় জানতে পরিবেশ অধিদপ্তরের ডিজিকে তলব

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০ , ৩:১৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২০ , ৩:১৯ অপরাহ্ণ

ঢাকার বায়ু দূষণের কারণ ও রোধে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জানাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সাইদ আহমেদ রাজা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্ব ব্যাংক একটি প্রকল্পে ৩০০ কোটি টাকা দেয়। সেই অর্থ পরিবেশ অধিদপ্তর কীভাবে ব্যয় করেছে, পরিবেশ উন্নয়নে কী ধরনের ভূমিকা রেখেছে, এতে জনগণ কী ধরনের সুফল পাচ্ছে তার ব্যাখ্যা দিতে তলব করেছেন আদালত।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়