×

রাজনীতি

প্রচারণায় বাধার সম্মু‌খীন হ‌চ্ছি: তা‌বিথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১২:০৬ পিএম

প্রচারণায় বাধার সম্মু‌খীন হ‌চ্ছি: তা‌বিথ

সাংবাদিকদের সাথে কথা বলছেন তাবিথ আউয়াল। ছবি: ভোরের কাগজ।

প্রচারণায় বাধার সম্মু‌খীন হ‌চ্ছি: তা‌বিথ

প্রচারণার সময় বিএনপি প্রার্থী। ছবি: ভোরের কাগজ।

নির্বাচন ক‌মিশনারের ভূ‌মিকার দিকে তাকিয়ে আ‌ছি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। রবিবার (১২ জানুয়ারি) ‌সকাল ১০ টা ৪৫ মি‌নি‌টে মিরপুর শাহ আলী মাজার জিয়ারতের মাধ্যমে ৩য় দিনের মতো প্রচারণা শুরু করে তিনি এসব কথা বলেন।

তাবিথ আউয়ালের প্রচারণা উত্তর বিশিল থেকে গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, ১ নং মিরপুর ঈদগাঁ মাঠ , ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২ নং ওয়াডে দণি বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুর পাড়, ১৩ নং ওয়ার্ডে উত্তর পীরের বাগ, ৬০ ফিট, মধ্র পীরের বাগ, মোল্লা পাড়া, মনিপুরি স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০ নং ওয়ার্ডে মিরপুর মাজার থেকে ২য় কলোনী, ৩য় কলোনী হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফে গিয়ে শেষ হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, প্র‌তিপ‌ক্ষের লোকজন জয়বাংলা স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা করে বাধা দিয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা প্রচার কাজ চালাতে পার‌ছি না। আমরা শা‌ন্তিপূর্ণ ভাবে প্রচারণা চালাতে চাই। হামলায় আল আ‌মিন নামের এক কর্মী আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। বিষয়টি আমি ইসিকে জানাবো।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে নাগরিক সমস্যার ১২টি জায়গা চিহ্নিত করে ফেলেছি। আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ শুরু করব। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এই লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে।

[caption id="attachment_194872" align="aligncenter" width="700"] প্রচারণার সময় বিএনপি প্রার্থী। ছবি: ভোরের কাগজ।[/caption]

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর ‘দুর্নীতিতে ভরে গেছে’। মেয়র নির্বাচিত হলে তিনি সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চাই। পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।

এ সম‌য়ে বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদ‌ল সভাপতি সাইফুল আলম নীরব, ম‌হিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। ৭ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ১০ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা,‌ মোস্তা‌ফিজুর রহমান ইরান, স্বেচ্ছা‌সেবক দল উত্ত‌রের সভাপ‌তি ফখরুল ইসলাম র‌বিন, সাধারণ সম্পাদক রে‌জোওয়ান ইসলাম রিয়াজসহ বিএন‌পি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App