×

রাজনীতি

তাবিথের প্রচারণায় দুই গ্রুপের মারামারি, আটক ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৪:০২ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এর নির্বাচনী প্রচারণায় মারামারি ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর চিড়িয়াখানা একাকায় প্রচারণার সময় ৮ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত ফেরদৌস আহমেদ মিস্টি ও বিএনপি দলীয় বিদ্রোহী প্রার্থী দেওয়ান সোলাইমান এর সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷

সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে৷ তাদের মাঝে একজনের মাথায় আঘাত লেগে ফেটে যায়৷ তবে সে কোন পক্ষের সমর্থক সেটি নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের প্রচারণায় থাকা দারুসসালাম থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহমেদ মিস্টির সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী দেওয়ান সোলাইমান এর সমর্থকদের বাকবিতন্ডায় ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন৷

সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচ জন কর্মীকে আটক করেছে বলে জানান তাবিথ আউয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App