×

জাতীয়

অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা

Icon

nakib

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৬:৪৭ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পেোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে সেটি তদন্ত করে দেখা হবে। আর তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম। আজ রবিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। আবুল কাসেম বলেন, মিরপুরের একটি ঘটনার কথা আমরা শুনেছি। দুই পক্ষই পাশাপাশি প্রচারণা করছিল। এসময় হয়তো একটু হইচই হয়েছে। তবে হামলার কথা আমরা শুনিনি। তিনি বলেন, এ পর্যন্ত কোনো মেয়র প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেননি। তারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। কাসেম বলেন, প্রতীক বরাদ্দের দিন উভয় দলের প্রার্থী আমাকে কথা দিয়েছেন, তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালাবেন। আশা করছি, তারা এটি মেনেই প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ব্যক্তি বা দল আমাদের কাছে বড় নয়। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নির্বাচনকে আমরা উৎসবমুখর করতে চাই। আমরা সংঘাতের নির্বাচন চাই না। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে যা যা করণীয় আমরা সবই করবো। তিনি বলেন, অভিযোগ ছাড়াও আমরা কোনো ঘটনা জানতে পারলে প্রার্থীকে সতর্ক করছি। একটি পত্রিকায় দেখলাম, একজন প্রার্থী প্রতীক বরাদ্দের দিন কয়েকটি গাড়ি নিয়ে এসেছিলেন। আমরা তাকে ডেকেছিলাম। তিনি বলেছেন, সেটি জানতেন না। ভবিষ্যতে যাতে এমনটি না ঘটে সেজন্য আমরা তাকে সতর্ক করেছি। আবুল কাসেম বলেন, ১৮টি সংরক্ষিত আসনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। প্রতিদিন রাত ৮টায় তারা আমাদের কাছে রিপোর্ট পেশ করছেন। তারা কঠোরভাবে মাঠে প্রার্থ ীরা প্রচার প্রচারণা ও আচরনবিধি পালন করছে কিনা তা দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App