দেশব্যাপী উচ্চগতির ইন্টারনেট দিতে কাজ করছে সরকার

আগের সংবাদ

ফলাফল কী হবে জানি তবুও মাঠ ছাড়ব না

পরের সংবাদ

বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০ , ৪:৫৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১২, ২০২০ , ৫:০০ অপরাহ্ণ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা মাহিন্দ্রার যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়