×

জাতীয়

এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০৫:১৩ পিএম

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এমন কী নির্বাচনে সমন্বয়কের দায়িত্বে থাকতে পারবেন না। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সিইসি বলেন, এমপিরা সবকিছুই করতে পারবেন। কেবল নির্বাচনী কার্যক্রমে তারা অংশ নিতে পারবেন না। নির্বাচনের বাইরে যে কাজ, সেখান থেকে নিষ্ক্রিয় করার সুযোগ আমাদের নেই। এমপিরা সমন্বয়ক হিসেবে নির্বাচনের ক্যাম্পে বসে সমন্বয় করতে পারেন কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয়, তারা পারেন না। আমি জানি না কাদের কীভাবে কী কমিটিতে রেখেছে। আমরা অফিসিয়ালি এখনো পাইনি। এখন যদি পেয়ে থাকি- তাহলে তাদের জানিয়ে দেবো, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। অফিসিয়ালি কিছু পাইনি, যদি চিঠি পাই তবে নিষেধ করবো যে তারা পারবেন না। এমপিরা নির্বাচন সংক্রান্ত সমন্বয় করতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না- নির্বাচন সংক্রান্ত কোনো সমন্বয় তারা করতে পারবেন না। নির্বাচন সংক্রান্ত কোনো কাজ তারা ঘরেই হোক বা বাইরে হোক, তারা করতে পারবেন না। এটাই আাচরণবিধিতে বলা হয়েছে। আমরা তাদের বুঝিয়ে বলেছি। তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুকে সমন্বয়ক করে গঠিত কমিটি বৈধ কিনা এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমি বলতে পারবো না। আমার কাছে অফিসিয়ালি কিছু আসেনি। কারা এই কমিটির মধ্যে আছে, এটা আমরা জানি না। আমাদের কাছে আসে নাই। তারা আপনাদের সঙ্গে নির্বাচনী বৈঠক করতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা কোনো প্রার্থীর ব্যাপারে আসেনি। নির্বাচনী বিধিতে যা আছে, তার ব্যাখ্যা জানতে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App