×

সাহিত্য

সাংস্কৃতিক উৎসবে ‘মানিক গঞ্জের লাঠিখেলা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৭:৪১ পিএম

সাংস্কৃতিক উৎসবে ‘মানিক গঞ্জের লাঠিখেলা’

মানিক গঞ্জের লাঠিখেলা, ছবি: ভোরের কাগজ।

সাংস্কৃতিক উৎসবে ‘মানিক গঞ্জের লাঠিখেলা’
শীতের বিকেল আর ছুটির বিকেলটিতে শিল্পকলা প্রাঙ্গন যেন মুখর হয়ে উঠেছিল। এদিন নানাবয়েসি মানুষ বড়শীগাথা মাছের মতো জড়ো হয়েছিলেন। সাংস্কৃতিক উৎসবের সপ্তম দিন নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লোকজ লাঠিখেলা। বাচ্চু মিয়া’র পরিচালনায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা ও সাংস্কৃতিক ক্লাব নড়াইলের পরিবেশনায় বেশ নৈপুন্য দেখালো দল দুটি। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় শিল্পী শুসমী, শাফান ও স্বর্ণালী এবং নজরুল শিল্পী সংস্থার পরিবেশনায় সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। গোলাম মোস্তফা খানের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে বেণুকা ললিতকলা একাডেমি। চুয়াডাঙ্গা জেলার পরিবেশনায় জেলা ব্রান্ডিং ভিডিও তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ‘স্বাধীনতা মানে অমর কাব্য’ সমবেত সঙ্গীত পরিবেশন করে শিল্পী আব্দুস সালাম তারা, আলী লাশরাফ, অন্তু, সোহাগ, লাল্টু, জেরিন, মিম, আফসানা, পুষ্পিতা ও অরিণ। শোন একটি মুজিবরের থেকে গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করে শিল্পী সেলিম, শোভন, মাহমুদুল হাসান, প্রিতম ধর, হাসানুজ্জামান, সাউদিয়া রহমান, সুনয়না সোনালী, প্রিয়ন্তী মালাকার, শিম্পল পাত্র প্রীতি ও ফারহানা শারমিন। একক সঙ্গীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী শফিক তুহিন এবং উপজেলা পর্যায়ের শিল্পী লতিফ শাহ। যন্ত্রে লোকজ সুর তোলেন শিল্পী আল আশরাফ, সুকুমার, সিরাজুল ইসলাম ও রেজাউল করিম। যশোর জেলার পরিবেশনার শুরুতে জেলা ব্রান্ডিং ভিডিও তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিল্পী যুনিথা দাস, অর্পিতা মন্ডল, মিতু কুণ্ডু, দিপান্বিতা, সাদমান সামী, অমৃতা দত্ত, কৃষ্ণাদেব, নওরিন ও ইফফাত হক। সমবেত নৃত্য পরিবেশন করে শিল্পী কথা, তমা, তুলি, শ্রেয়া, শারমিন, জোয়া, আখি, পিয়া ও মৌলি। একক সঙ্গীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী দেবলীনা সুর দোলা এবং উপজেলা পর্যায়ের শিল্পী পপি খাতুন। সবশেষে পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত। নড়াইল জেলার পরিবেশনার শুরুতেও জেলা ব্রান্ডিং ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী উপস্থাপন করা হয়। এরপরে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য পরিবেশিত হয়। একক সঙ্গীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী অলোক সেন এবং উপজেলা পর্যায়ের শিল্পী সালাউদ্দিন শীতল। সবশেষে পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত। নড়াইল জেলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার কুণ্ড। রাত ৮টায় দর্শনীর বিনিমেয়ে মঞ্চস্থ হয় মো: রঞ্জু হোসেন আদিল খানের নির্দেশনা ও পরিচালনায় নৃত্যনাট্য ‘খাইরুন সুন্দরীর পালা’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদিল, রাসেল, জনি. তপু, প্রেম, মিতু, উদয়, মিমি, ইমরান, সোহেল রানা, লাকি, আকাশ, অন্তর ও শিশুশিল্পী সাবাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App