×

খেলা

শেষটা রাঙ্গালো রংপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

শেষটা রাঙ্গালো রংপুর
বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে রংপুর রেঞ্জার্স। শুক্রবার (১০ জানুয়ারি) শেষ ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয় তারা। মাশরাফির দলকে ১১ রানে হারায় শেন ওয়াটসনের দল। রংপুর এবারের আসরে ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৫টি ম্যাচে। আর হেরেছে ৭টি ম্যাচে। তাদের পয়েন্ট ১০। এই পয়েন্ট নিয়ে বিপিএলে সাত দলের মধ্যে ষষ্ঠ হয়ে আসর শেষ করল তারা। ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি মর্তুজা। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রেঞ্জার্স পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। ম্যাচটিতে রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন মিডল অর্ডারের ব্যাটসম্যান লুইস গ্রেগরি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন আল আমিন। আর তৃতীয় সর্বোচ্চ ২৮ রান আসে জহুরুল ইসলামের ব্যাট থেকে। রংপুরের হয়ে এই তিন ব্যাটসম্যান ছাড়া ২০ অঙ্কের ঘর ছুঁতে পারেননি আর কোন ব্যাটসম্যান। এমনকি ৩ জন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। ঢাকা প্লাটুনের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন থিসারা পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেন স্পিনার সাদাব খান। লক্ষ্যমাত্রা ১৫০ রান হওয়ায় অনেকেই ধরে নিয়েছিল ঢাকা প্লাটুন সহজেই এই রান টপকে যাবে। কিন্তু তাদের কাজটা কঠিন হয়ে যায় দলীয় ৯ রানের মাথায় ওপেনার এনামুলক বিজয়কে হারিয়ে। বিজয় ব্যাক্তিগত ৫ রানের মাথায় রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। তবে বিজয় ফিরে গেলেও মেহেদী হাসানকে নিয়ে এগুতে থাকেন আরেক ওপেনার তামিম ইকবাল। এ দুজন গড়ে তোলেন ৪৬ রানের পার্টনারশিপ। দলীয় ৫৫ রানের মাথায় ফিরে যান মেহেদী হাসান। এরপর তামিম দলীয় ৭৯ ও ব্যাক্তিগত ৩৪ রানের মাথায় ফিরে গেলে আর কেউ তেমনভাবে ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি। বিশেষ করে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা সময়মতো জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে মাশরাফির ১৩ বলে ১২ রান ঢাকার সমর্থকদের আশা দেখালেও সেটি আর কার্যকর হয়নি। শেষ পর্যন্ত ঢাকা ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সমর্থ হয় ঢাকা। ফলে রংপুর পায় ১১ রানের জয়। ম্যাচটিতে রংপুর রেঞ্জার্সের হয়ে ২টি করে উইকেট তুলে নেন পেসার জুনায়েদ খান, তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। আর ১টি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। গতকালের ম্যাচে ১ উইকেট তুলে নিয়ে বিপিএলে নিজের ২০ তম উইকেট পূর্ণ করেন মোস্তাফিজ। অবশ্য এবারের বিপিএলে তিনিই প্রথম বোলার হিসেবে ২০ উইকেট পূর্ণ করেছেন। এখন তিনি রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকার শীর্ষে। এদিকে শুনিবার ঢাকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। ঢাকা আগেই প্লে অফ নিশ্চিত করে রাখে। ফলে আজকের ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App