×

সাহিত্য

শিল্পকলায় কুটি মনসুরকে স্মরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম

শিল্পকলায় কুটি মনসুরকে স্মরণ

গীতিকবি কুটি মনসুর, ফাইল ছবি।

কথামালা ও গানে গানে সাধক, শিল্পী, গীতিকবি ও সুরকার কুটি মনসুরের জীবনকে তুলে ধরা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি ও কুটি মনসুর ফাউণ্ডেশন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সচিব ও শিল্পী মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি ও কুটি মনসুর ফাউণ্ডেশনের সভাপতি রুপু খান। মাসুদ আহমেদ বলেন, কুটি মনসুর ছয় হাজারেরও বেশি গান রচনা করে দেশের লোক সঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। সেই বিবেচনায় তার যথাযথ মূল্যায়ন হয়নি। নারায়ন চন্দ্র শীল বলেন, কুটি মনসুরের গানে দেশ, মাটি ও মানুষের কথা আছে। অনেক কন্ঠশিল্পী তার গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন। কুটি মনসুরের মূল্যায়নে সবার আগে তাদেরকে এগিয়ে আসতে হবে। রুপু খান বলেন, লোক সঙ্গীতের সাধনায় জীবন উৎসর্গ করে কুটি মনসুর কি পেয়েছেন। সর্বোপরি এমন সঙ্গীত ব্যক্তিত্বের জাতীয় স্বীকৃতি না পাওয়ায় বিষয়টি নিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা পর্ব শেষ কুটি মনসুরের গান পরিবেশন করেন ধনু সাত্তার, স্বপ্না রায়, রাজা হাসান, নাসরিন ফেরদৌস চমন, তামান্না নিগার তুলি, ফরিদ আহমেদ, মো. ইলিয়াস, সমিরন চক্রবর্তী, শাহনূর আলামিন, এম এ মতিন, শাহাবুদ্দিন অহমেদ দোলন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App