×

জাতীয়

রিটার্নিং কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৭:১১ পিএম

ঢাকা দুই সিটি কর্পোরেশনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের নির্বাচনী বিধি মেনে প্রচার পচারণার নির্দেশনা দিয়েছেন দুই সিটির রিটার্নিং কর্মকর্তা। তারা বলেছেন, নির্বাচনে কোন রকম সহিংসতা-সংঘাত মেনে নেয়া যাবে না। নির্বাচন যেন উৎসব মূখর থাকে এমন আহ্বান জানান তারা। উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার বিষয়টি কঠোরভাবে তদারকি করবেন তারা। শুক্রবার (১০ জানুয়ারি) থেকে ভোটের যুদ্ধ চলে যাচ্ছে মাঠে। এই মাঠকে কোনো ক্রমেই আমরা ঘোলাটে করতে দেয়া হবে না। নির্বাচন যেন উৎসব হতে পারে, সেই চেষ্টা থাকবে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, এটাকে কোনো ক্রমেই সংঘর্ষের রূপ নিতে দেয়া হবে না, মলিন হতে দেব না। আপনারা দয়া করে নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। আর দক্ষিণের রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন প্রচার চালাতে পারবেন। তবে সব কিছু নির্বাচনী আচরনবিধি মেনে করতে হবে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করা যাবে। প্রার্থীরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ক্যাম্প স্থাপন করতে পারবেন। সেখানে শুধু নির্বাচনী প্রচার চালাতে পারবেন। কোন ধরণের মিছিল, শো-ডাউন, বড় ধরণের জনসভা ও তোরণ নির্মাণ করা যাবে না। তবে ঘরোয়া বৈঠকে প্রার্থীরা অংশ নিতে পারবেন। আবদুল বাতেন বলেন, অনেক প্রার্থীর পক্ষে আগেই পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ এসেছে। বিষয়টি তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App