×

খেলা

চাকরি হারাচ্ছেন ভালভার্দে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ১০:০৩ পিএম

চাকরি হারাচ্ছেন ভালভার্দে!
সুপার কোপা আগে ছিল দুই লেগের ম্যাচ। সেটি গড়াত মৌসুমের শুরুতে। এবার তা ঘটেনি। মৌসুম এখন মাঝপথে। গত মৌসুমেও ধরন বদলেছিল। মরক্কোর তাঞ্জিয়ারে এক লেগের খেলায় বার্সেলোনার মুখোমুখি হয়েছিল সেভিয়া। এবার লা লিগা ও কোপা ডেল রে’র দ্বিতীয় সেরা দলকেও এ টুর্নামেন্টে সংযুক্ত করা হয়েছে। লা লিগায় দ্বিতীয় হওয়ায় আতলেতিকো মাদ্রিদ সুযোগ পেয়েছে। আর লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা কোপা দেল রে’র ফাইনাল খেলায় সেখান থেকে রিয়াল মাদ্রিদকে বেছে নেয়া হয়েছে সেমিফাইনাল খেলা দুই দলের মধ্যে বেশি সফল দল হওয়ায়। মাত্র এক ম্যাচ খেলেই ফেরার বিমান ধরতে হলো বার্সেলোনাকে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারে হতাশা ঘিরে ধরেছে খেলোয়াড়দের, চাপে পড়েছেন কোচ আর্নেস্তো ভালভার্দে। সৌদি আরবে সর্বশেষ ব্যর্থতায় ঝুঁঁকিতে পড়েছে তার চাকরি। তবে এ দুঃসময়ে খেলোয়াড়দের পাশে পাচ্ছেন বার্সা কোচ। নতুন নিয়মে প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, মূল কথা হলো ফুটবল ব্যবসায় পরিণত হয়েছে। আর ব্যবসা করলে তো আয় করতেই হবে। আমরা যে সংস্করণে মানিয়ে নিয়েছিলাম তার চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। এটা ছিল মৌসুমের প্রথম শিরোপা। আমার কাছে তা ভালোই ছিল। পাল্টানোর পর দেখা যাক কী ঘটে। ৪টা দল নিয়ে খেলা ভালোই, তবে ক্রীড়াসুলভ দৃষ্টিকোণ থেকে কতটা ভালো তা আমি জানি না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফুটবলে আমরা আছি তা শিল্প, আয়ের উৎস খুঁজতে হয় এ দেশের সঙ্গে তার বিশেষ সম্পর্ক আছে, ঠিক যেভাবে গত বছর (২০১৮) আমরা মরক্কোতেও খেলেছি। গত দুই বছর রোমা ও লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে বার্সার বিদায়ে অনিশ্চয়তায় পড়েছিল ভারভার্দের ভবিষ্যৎ। এই লা লিগা মৌসুমে অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডা ও লেভান্তের কাছে হার এবং গত সপ্তাহে তলানির ক্লাব এসপানিওলের সঙ্গে ড্রয়ে চাপ আরো বেড়ে যায়। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুনেছেন দুয়ো। তবে তার ওপর আস্থা হারাচ্ছেন না মেসি, ‘হ্যাঁ, কোচের ওপর এখনো পূর্ণ আস্থা রয়েছে।’ ভালভার্দেকে ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছে সেটা নিয়ে নিজের ভাবনা জানান বার্সা অধিনায়ক, একটি হারে অনেক কথা উঠবে, সেটা স্বাভাবিক। যখন আপনি উদ্দেশ্য পূরণ করতে পারবেন না কিংবা প্রত্যাশা অনুযায়ী খেলা দেখবেন না, তখন এসব হতেই পারে।’ কোচকে নিয়ে মেসির সঙ্গে সুর মেলালেন লুইস সুয়ারেজ, ‘ভালভার্দের ভবিষ্যৎ এই ক্লাবেই। তাকে কোনো দোষারোপ করা উচিত নয়।’ চাকরি হারানোর শঙ্কা নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভালভার্দে, কঠোর পরিশ্রম করে কোচরা এবং নিজেদের সেরাটা দেয়ায় মনোনিবেশ করে। ফুটবল কী আমরা জানি। হারলে একধরনের অস্থিরতা তৈরি হয়। সেটা নিয়ন্ত্রণ করা যায় না। আমি কেবল আমার কাজে মনোযোগ দিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App