×

সারাদেশ

উলিপুরে ‘বিজয় মঞ্চের’ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৮:২৩ পিএম

উলিপুরে ‘বিজয় মঞ্চের’ উদ্বোধন

উলিপুর বিজয় মঞ্চ উন্মোচন। ছবি: প্রতিনিধি।

উলিপুরে ‘বিজয় মঞ্চের’ উদ্বোধন

বিজয় মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক। ছবি: প্রতিনিধি।

উলিপুরে ‘বিজয় মঞ্চের’ উদ্বোধন

উলিপুরে মহান মুক্তিযুদ্ধের স্মারক স্থাপনা ‘বিজয় মঞ্চে'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহীদ মিনার চত্বরে বিজয় মঞ্চের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। প্রত্যাশিত বিজয় মঞ্চের মূল নকশাকারক ছিলেন সম্প্রতি প্রয়াত মুক্তিযোদ্ধা প্রকৌশলী সৈয়দ মাহমুদুর রহমান বেটু। মঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, উলিপুর পৌরসভার প্রয়াত সাবেক মেয়র আব্দুল হামিদ সরকার।

বহুল আলোচিত বিজয় মঞ্চে'র উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্মণ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

[caption id="attachment_194572" align="aligncenter" width="700"] বিজয় মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক। ছবি: প্রতিনিধি।[/caption]

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে একমাত্র বক্তা ছিলেন দেশ রূপান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবীব মোফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।

[caption id="attachment_194573" align="aligncenter" width="700"] বিজয় মঞ্চ উন্মোচন। ছবি: প্রতিনিধি।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App