×

খেলা

মড্রিচের অন্যরকম সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৯ পিএম

মড্রিচের অন্যরকম সেঞ্চুরি
পেশাদার ফুটবলে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মড্রিচ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তার দল রিয়াল মাদ্রিদ। সেখানেই একটি গোল করে নিজের গোলের সেঞ্চুরি পূর্ণ করেন মড্রিচ। তিনি ১০০ গোলের মধ্যে ৩৩টি করেছেন ক্রোয়েশিয়ান ক্লাব ডাইনামো জাগরেবের হয়ে। ৪টি করেছেন আরেক ক্রোয়েশিয়ান ক্লাব ইন্টার জাপরেসিকের হয়ে। ৮টি করেছেন বসনিয়ার ক্লাব রিনজকি মস্তারের হয়ে। ১৭টি করেছেন ইংলিশ ক্লাব টটেনহামের হয়ে। ২২টি করেছেন বর্তমান রিয়াল মাদ্রিদের হয়ে। আর বাকি ১৬ গোল তিনি করেছেন জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে। রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নিতে বড় ভ‚মিকা রাখেন মড্রিচ। এই অনবদ্য পারফরমেন্সের পুরস্কারস্বরূপ ২০১৮ সালে ব্যালন ডি অর জেতেন তিনি। ২০১৮ সালের আগে টানা ১০ বছর ব্যালন ডি অরের পুরস্কার হয় একবার গেছে পর্তুগালের ক্রিশ্চিয়ানোর রোনালদোর কাছে। নয়তোবা একবার গেছে আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসির কাছে। ২০১৮ সালে এই দুজনকে পেছনে ফেলে সেটি জেতেন মড্রিচ। তবে আবার ২০১৯ সালে ব্যালন ডি অরের পুরস্কার গেছে মেসির কাছে। ১৯৮৫ সালে জন্মগ্রহণ করা লুকা মড্রিচ প্রথম পেশাদার ফুটবল খেলা শুরু করেন ২০০৩ সালে ক্রোয়েশিয়ান ক্লাব ডাইনামো জাগরেবের হয়ে। তবে সে বছরই এক বছরের জন্য ক্লাবটি লোনে তাকে পাঠিয়ে দেয় মোস্তারে। সেখানে ১ বছর খেলেন তিনি। এই এক বছরে মোস্তারের হয়ে ২২টি ম্যাচ খেলেন। এরপর ২০০৪-২০০৫ সাল পর্যন্ত খেলেন ইন্টার জেপরেসিকের হয়ে। এই ক্লাবের হয়ে তিনি খেলেন ১৮টি ম্যাচ। এরপর ২০০৫-২০০৮ সাল পর্যন্ত খেলেন ডাইনামো জাগরেবের হয়ে। ডাইনামোর হয়ে ৯৪টি ম্যাচ খেলেন মড্রিচ। এরপর ২০০৮-২০১২ সাল পর্যন্ত খেলেছেন ইংলিশ ক্লাব টটেনহামে। টটেনহামের হয়ে ১২৭টি ম্যাচ খেলেন তিনি। ২০১২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত রিয়ালেই রয়েছেন মড্রিচ। অন্যদিকে তিনি ক্রোয়েশিয়া জাতীয় দলে ডাক পান ২০০৬ সালে। এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার হয়ে ১২৭টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রোয়েশিয়ার বর্তমান অধিনায়ক মড্রিচকে ধরা হয় দেশটির সর্বকালের সেরা ফুটবলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App