×

জাতীয়

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৭:২৬ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকিজ বেভারেজ ফ্রুটিকা প্যাভিলিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করেই মেলার একটি প্যাভিলিয়নে আগুন লেগে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেলায় অবস্থারত ফায়ার সার্ভিসের অস্থায়ী ইউনিটের সদস্যরা সেখানে ছুটে যায়। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাণিজ্য মেলায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে। তারা ছুটাছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যমেলায় অস্থায়ীভাবে যে ফায়ার সার্ভিসের ইউনিট ছিল তাদের সাধ্য ছিল না আগুন নিয়ন্ত্রণের। পরে আরো কয়েকটি টিম ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তবে মেলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পানির স্বল্পতা দেখা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ঠিক কীভাবে মেলার প্যাভিলিয়নে আগুনের সূত্রপাত হয়েছে তা এক্ষুণি বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App