×

জাতীয়

প্রত্যাহার ১৪৫, প্রতিদ্বন্দ্বিতায় ৪২৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৬:২৫ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) আসন্ন নির্বাচনে ১৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। রিটার্নিং কর্মকর্তা জানান, এই সিটিতে সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জন ও সাধারণ ওয়ার্ডে ১২৫ জনসহ মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে এই সিটিতে মেয়র পদে ৭ জন। অন্যদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৩৫ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জনসহ তিন পদে ৪২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিযোগিতা করবেন। আগামী ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App