×

খেলা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জেমি ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:৫৪ পিএম

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জেমি ডে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। ৬ জাতির অংশগ্রহণে ষষ্ঠ আসরের পর্দা উঠবে ১৫ জানুয়ারি। উদ্বোধনী দিনে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের মিশন শুরু হবে। ইতোমধ্যে শিরোপায় চোখ রেখে অনুশীলন শুরু করেছে স্বাগতিকরা। তবে গত পরশু কোচ এবং অধিনায়ক ছাড়াই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। তাই ইংল্যান্ড থেকে ফিরে বৃহস্পতিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন ইংলিশ কোচ জেমি ডে। এমনকি বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথম ম্যাচ ফিলিস্তিনকে নিয়ে ছক কষছেন তিনি। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জেমি ডে। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচেই ১৫ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিনকে পাচ্ছে বাংলাদেশ। ১৯ জানুয়ারি লঙ্কানদের সঙ্গে দ্বিতীয় ম্যাচ। তবে বৃহস্পতিবার অনুশীলন শেষে কোচ জেমি ডে জানিয়েছেন এখন প্রথম ম্যাচের কৌশল নিয়ে ভাবছেন তিনি। তা ছাড়া শিষ্যদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা দেখছেন না জেমি। তিনি বললেন, ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু তারা ফেডারেশন কাপে ছিল। আমরা ফরোয়ার্ড পর্যায়ে কীভাবে খেলা যায় সেটা অনুশীলন করেছি। ডিফেন্স ভেঙে কাউন্টার অ্যাটাকে কীভাবে গোলের সুযোগ তৈরি করা যায় সেটা দেখেছি। এই কদিন আমরা অ্যাটাকিংয়ের ওপরে জোর দেবো। বক্সের ভেতরে খেলা যায় কীভাবে সেটার চেষ্টাটাই করব। গত আসরে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার অতীত অভিজ্ঞতাকে সঙ্গী করে ফিলিস্তিনকে রুখে দিতে চান এই ইংলিশ কোচ। ‘আমরা গত বছর তাদের বিপক্ষে সেমিতে খেলেছি। আমরা ফিলিস্তিনের শক্তি সম্পর্কে জানি। এ ম্যাচে ছেলেদের ভালো একটা পরীক্ষাও হবে। আমরা যদি ফিলিস্তিনকে হারাতে পারি, সেটা হবে অসাধারণ। তারা ভালো দল হলেও আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। খেলোয়াড়দের জন্যও এটা চ্যালেঞ্জ হবে কেননা বিভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন দল আসছে। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য আপাতত গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা এমনটাই মনে করেন জেমি। ৬ দেশের মধ্যে তিনটি এশিয়ান ও তিনটি আফ্রিকার। এশিয়ার তিন দেশ ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে আফ্রিকার তিন দেশ ব্রুন্ডি, মরিসাস ও সিসেলস। বাংলাদেশ গ্রুপ পর্ব পার হয়ে সেমিফাইনালে উঠতে পারলে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশের বিপক্ষে খেলার যেমন হবে নতুন অভিজ্ঞতা, তেমনি চ্যালেঞ্জও। কারণ আফ্রিকানরা শক্তিনির্ভর ফুটবল খেলে। দৈহিকভাবে ও শক্তিতে তারা অন্যদের চেয়ে এগিয়ে। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে বঙ্গবন্ধু গোল্ডকাপের অনুশীলনে যোগ দিয়ে সে কথাটিই মনে করিয়ে দিলেন সবাইকে। এমনকি আফ্রিকার দলগুলো সম্পর্কে ইংলিশ কোচ বলেছেন, আফ্রিকান দলগুলো শক্তিশালী। তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। আমরা যদি সেমিফাইনালে উঠতে পারি, তাহলে আফ্রিকান একটি দল পাব। সেটা হবে আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App