×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বিনা শর্তে আলোচনায় রাজি ট্রাম্প

Icon

nakib

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৬:৫৯ পিএম

ইরানের সঙ্গে বিনা শর্তে আলোচনায় রাজি ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে বিনা শর্তে আলোচনায় রাজি ট্রাম্প

ইরানে সোলাইমান ভক্তরা তার ছবি বহন করছে

চলমান উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার পর ইরানের সাথে শর্তহীনভাবে আলোচনা বসতে রাজি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে দেশটি তাদের নিরাপত্তার স্বার্থে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে নিজেদের পক্ষে সাফাই তুলে ধরেন। সোলাইমানিতে হত্যার প্রতিশোধ নিতে মার্কিন বিমানঘাটি লক্ষ্য করে ইরান ২২টি মিসাইল নিক্ষেপ করে। তবে এ হামলায় আমেরিকার পক্ষ থেকে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষধকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্র জানায় তারা বিনা শর্তে ইরানের সাথে রিয়িাস আলোচনা করতে চায় এবং বিশ্বের নিরাপত্তা সংকট সৃষ্টি হয় এমন কোন পদক্ষেপ নিতে চায় না। মধ্যপ্রাচ্যে আমেরিকানদের নিরাপত্তার জন্য জরুর ভিত্তিতে কুর্দ ফোর্সের প্রধানকে হত্যা করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। নিজস্ব নিরাপত্তার জন্য কোন জরুরী পদক্ষেপ নিলে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের ১৫ সদস্য দেশকে দ্রুত এ বিষয়ে অবহিত করার বিধান রযেছে জাতিসংঘ আইনে। সে জন্য আমেরিকার পক্ষ থেকে সংস্থাটিতে এ চিঠি পাঠানো হয়। [caption id="attachment_194278" align="aligncenter" width="700"] ইরানে সোলাইমান ভক্তরা তার ছবি বহন করছে[/caption] ইরানের পক্ষ থেকেও জাতিসংঘে চিঠি পাঠিয়ে ইরাকে হামলার ব্যাখা দেয়া হয়। জেলারেল সোলইমানিকে হত্যার বদলা নিতে দেশটি ইরাকে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে উল্লেখ করে ইরাকের সার্বভৌমত্বের উপর ইরানের পূর্ণ বিশ্বাস আছে বলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App