×

আন্তর্জাতিক

ইরানের মিসাইল হামলা ঠেকাতে পারলো না যুক্তরাষ্ট্র

Icon

nakib

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৫:৪৩ পিএম

ইরানের মিসাইল হামলা ঠেকাতে পারলো না যুক্তরাষ্ট্র

ছবিতে হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে

ইরানের মিসাইল হামলা ঠেকাতে পারলো না যুক্তরাষ্ট্র

স্যাটেলাইট থেকে নেয়া ছবি

ইরান দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা কাসেম সোলইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মার্কিন বিমানঘাটি লক্ষ্য করে ২২ টি মিসাইল নিক্ষেপ করে। ইরাকের আল-আনবার ও আইন-আল-আসাদ নামক বিমান ঘাটিতে এ হামলা চালায় ইরানের প্রভাবশালী কুর্দ ফোর্স। তবে হামলা ঠেকাতে আমেরিকার উচ্চ প্রযুক্তির রাডার ব্যবস্থাও থাকলে সে ব্যবস্থা অকার্যকর প্রমাণ করে এ হামলা। তাছাড়া ইরানের হামলার ফলে রাডার ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে ইরাকি সূত্রকে উদ্বৃত করে সংবাদ প্রকাশ করেছে পার্সনিউজ। এতোদিন আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় প্রশ্ন ওঠেছে দেশটির প্রযুক্তি সক্ষমতা নিয়ে। মার্কিন কর্তৃপক্ষ হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করলেও স্যাটেলাইট ছবিতে ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে।   [caption id="attachment_194211" align="aligncenter" width="700"] ছবিতে হামলায় ক্ষয়ক্ষতির আলামত দেখা যাচ্ছে[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App