×

জাতীয়

আচরণবিধি লঙ্ঘন ঠেকানোর ক্ষমতা নেই ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

আচরণবিধি লঙ্ঘন ঠেকানোর ক্ষমতা নেই ইসির

দক্ষিন মেয়র প্রার্থী প্রকৗশলী ইশরাক হোসেন

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ দেয়া হচ্ছে তা ঠেকানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) ঠেকানোর ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসির রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটি নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। কারন, সরকারি দলের প্রার্থীরা যেভাবে আচরণবিধি লংঘন করে যাচ্ছেন সেভাবে করে যাবেন। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষমতা আসলে নির্বাচন কমিশনের বা রিটার্নিং অফসারের নেই। ইশরাক বলেন, ঢাকা দক্ষিণের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীর প্রচার-প্রচারণা, রঙ্গিন ব্যানার দেখেছি। রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও তথ্য প্রমাণসহ অভিযোগ দিয়েছিলাম। রিটার্নিং অফিসার আমাকে জানিয়েছে অভিযোগের ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে একটি চিঠি দিয়েছে। এখন ম্যাজিস্ট্রের রিপোর্টের জন্য রিটার্নিং অফিসার অপেক্ষা করছে। তাছাড়া এখানে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এভিএম সম্বন্ধে জানা। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এই লড়াই সারা জীবন চলবে। আমরা মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেবার লড়াই করছি। গণতন্ত্রের পক্ষে লড়াই করছি। এই লড়াইয়ে কোন শেষ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App