×

খেলা

সালাহর পুরস্কার নিলেন মানে

Icon

nakib

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৯:৫৪ পিএম

সালাহর পুরস্কার নিলেন মানে
আফ্রিকান প্লেয়ার অব দ্য ইয়ার ২০১৯ জিতেছেন লিভারপুল ও সেনেগাল ফরোয়ার্ড সাদি মানে।  মিসরে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। সেরার খেতাব জিততে তিনি পেছনে ফেলেছেন লিভারপুল সতীর্থ ও মিসরের মোহাম্মদ সালাহকে। সালাহ ২০১৭ ও ২০১৮ সালে টানা দুবার এই পুরস্কারটি জেতেন। আর এই দুবারই দ্বিতীয় হয়েছিলেন মানে। তবে তৃতীয়বারে এসে মোহাম্মদ সালাহর সেরার পুরস্কার নিয়ে নিলেন সাদিও মানে। প্লেয়ার অব দ্য ইয়ার ২০১৯ এ তৃতীয় হয়েছেন ম্যানসিটিতে খেলা আলজেরিয়ার রিয়াদ মাহরেজ। ২০১৬ সালে রিয়াদ এই পুরস্কারটি জিতেছিলেন। সেনেগালের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন সাদিও মানে। তার আগে ২০০১ ও ২০০২ সালে প্রথম সেনেগালিস হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন এল হাদজি দিউফ। আবার ১৮ বছর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কারটি সেনেগালকে এনে দিলেন মানে। মূলত লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, ক্লাব বিশ্বকাপের শিরোপা ও নিজ দেশ সেনেগালকে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় হওয়া মোহাম্মদ সালাহও লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে সহায়তা করেছেন। কিন্তু আফ্রিকান কাপ অব নেশন্সে নিজ দেশ মিসরকে নিতে পারেননি ফাইনাল বা সেমিফাইনালে। আর এদিক দিয়েই মানে সালাহর চেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে তৃতীয় হওয়া রিয়াদ মাহরেজ তার দেশ আলজেরিয়াকে ২০১৯ সালে সেনেগালকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভ‚মিকা রেখেছেন। নেশন্স কাপের সেমিফাইনালে শক্তিশালী নাইজেরিয়াকে অতিরিক্ত সময়ে এক দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে আসর থেকে বিদায় করে দেন। তাছাড়া ২০১৯ সালে নিজের ক্লাব ম্যানসিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা, এফ এ কাপের শিরোপা ও লিগ কাপ বা কারাবাও কাপের শিরোপা জিততেও সহায়তা করেন তিনি। ২০১৯ সালটা বেশ ভালোই কাটিয়েছেন সাদিও মানে। গতবছর তিনি লিভারপুলের হয়ে ৫৩টি ম্যাচ খেলেন। এই ম্যাচগুলো খেলে করেন ৩২টি গোল। এছাড়া ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ২২টি গোল করেন তিনি। তার সঙ্গে সমান ২২টি গোল করেছিলেন মোহাম্মদ সালাহ। তবে গোল্ডেন বুট মানে জিততে পারেননি। সেটি জিতেছিলেন সালাহ। মানে কয়েকদিন আগে ঘোষণা করা ব্যালন ডি অরের জন্য নমিনেশন পেয়েছিলেন। তবে ব্যালন ডি অরে তিনি চতুর্থ হয়েছিলেন। অন্যদিকে মোহাম্মদ সালাহ হয়েছিলেন পঞ্চম। মানের খেলার ধরন দেখে ২০১৯ সালে ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মেসি তাকে ভোট দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App