×

মুক্তচিন্তা

নারীর প্রতি সম্মানবোধ বাড়ান

Icon

nakib

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৭:৪৪ পিএম

গণমাধ্যমে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা শোনা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে, চাকরিস্থলে কিংবা যানবাহনেও নারীদের ধর্ষণ ও নানা নির্যাতনের শিকার হতে হয়। নারীদের প্রতি এমন নির্যাতন কোনোভাবেই কাম্য নয়। ইদানীং চলন্ত বাসে শিক্ষার্থী নারীও রেহাই পাচ্ছে না এসব নরপিশাচের কাছে। নারী নির্যাতন নিয়ে সরকার নানা আইন ও শাস্তি নিশ্চিত করলেও সমাজে নৈতিক অবক্ষয়ের কারণেই নারীর প্রতি সহিংসতা বাড়ছেই। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধীর আরো কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নারীরা আমাদের মা-বোনের মতো। এদের সম্মান করাও আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এর কুফল ও জনসচেতনতা সৃষ্টি করার মাধ্যমে নারীদের সহিংসতা বন্ধ করে সম্মানবোধ বাড়ান। একদিন আমার, অন্যদিন আপনার মা-বোনও নির্যাতনের শিকার হবে হয়তো। তাই এ নিয়ে সরকারের পাশাপাশি আগে পরিবার থেকে নারীর প্রতি সম্মানবোধ ও সচেতনতা সৃষ্টি করতে হবে, তাহলেই নারী ধর্ষণ ও নির্যাতন কমবে। চট্টগ্রাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App