×

আন্তর্জাতিক

ইরানে বিমান বিধ্বস্ত, ১৮০ আরোহীই নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০১:০৪ পিএম

ইরানে বিমান বিধ্বস্ত, ১৮০ আরোহীই নিহত

ইরানে বিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজ চলছে। ছবি: ইন্টারনেট।

ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে সব যাত্রীই প্রাণ হারিয়েছেন। বিমানটিতে ছিলেন ১৮০ জন আরোহী। তাদের কেউই আর বেঁচে নেই। বুধবার (৮ জানুয়ারি) সকালে বোয়িং ৭৩৭ বিমানটি ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমান থেকে উড্ডয়ন করেছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল।

উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনার কোনো সম্পর্ক নেই। ইরান বলেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমানটি বিধ্বস্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App