×

আন্তর্জাতিক

ইরানের হামলার পর মার্কিন বিমান চলাচল বন্ধ

Icon

nakib

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৫:০৬ পিএম

ইরানের হামলার পর মার্কিন বিমান চলাচল বন্ধ

ফাইল ছবি

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে সামরিক ঘাটিতে হামলা চালায় ইরান। ইরানের কুর্দ ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা করের হত্যার প্রতিশোধ হিসেবে কমপক্ষে ২২টি ব্যলেস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলার পরপরই মার্কিন কেন্দ্রি বিমান চলাচল কর্তৃপক্ষ ইরাক, ইরান ও ওমানের আকাসসীমায় যুক্তরাষ্ট্রের সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে। তাছাড়া ইরানের জলসীমার নিকটবর্তী সৌদি আরবের ওপর দিয়েও বিমান চলাচল বন্ধ রাখবে মার্কিন কর্তৃপক্ষ। এফএএ জানায় বর্তমান সামরিক উত্তেজনা ও হামলা -পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এরা আগে ইউক্রেনের একটি যাত্রিবাহি বিমান তেহরানে বিধ্বস্ত হওয়ার আগে তারা এ নিষেধাজ্ঞা জারি করে। এরপরেই তেহরান বিমানবন্দরের পাশে বিমান বিধ্বস্ত হয়ে বিমানের ১৮০ যাত্রী নিহত হয়। তাইওয়ানের চায়না এয়ারলাইনস কর্তৃপক্ষও জানিয়েছে তারা ইরান ও ইরাকের ওপর দিয়ে বিমান চলাচল করবে না। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ান বিমান কর্তৃপক্ষও দেশ দুটির ওপর দিয়ে বিমান চলাচল আপাদত স্থগিত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App