×

আন্তর্জাতিক

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি

Icon

nakib

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:৫৭ পিএম

মার্কিন ঘাটি লক্ষ্য করে ইরানের মিসাইর হামলার পর ইরানেরওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে অন্য যে কোন বিকল্প প্রতিশোধের কথাও দেশটি ভবতেছে বলে জানায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো জোটকে মধ্যপ্রাচ্যে আরো বেশী কার্যক্রম জোরদার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের কোন তেল আমেরিকার দরকার নেই বলেও দাবি করে ট্রাম্প। তবে সংবাদ সম্মেলনের পর কোন প্রশ্নের জবাব না দিয়েই চলে যান ট্রাম্প। এরআগে ইরান মার্কিন সেনাদের ঘাটি লক্ষ্য করে ইরাকে ২২টি ব্যালেস্টিক মিসাইল হামলা চালায়। দেশটির জাতিয় বীর খ্যাত কাসেন সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালায় ইরান। এর আগে এক ড্রোন হামলায় ইরানের কুর্দ ফোর্সের কমান্ডার জেনারেল সোলায়মানিকে হত্যা করে করে আমেরিকা। এ হামলার পর এখনো মার্কিন প্রেসিডেন্ট কোন মন্তব্য করেননি। ইরানেরপক্ষ থেকে পাল্টা মার্কিন হামলার জবাব দেয়া হবে বরেও হুশিয়ারি দেয়া হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা স্থগিত করে । অন্যদিকে জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে বিশ্বশেয়অর বাজারে দেখা দিয়েছে দর পতন। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা শংকা প্রকাশ করছেন বিশ্বনেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App