×

শিক্ষা

ইবির শিক্ষক লাঞ্ছিত, তদন্ত কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:১৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে সাবেক এক ছাত্র লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ জানুয়ারি) ইবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রমতে, ইবি প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনকে সদস্য এবং সহকারী প্রক্টর শাহেদ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে যথাশিগগিরই সম্ভব ইবি উপাচার্য বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি লোক-প্রশাসন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের আলমগীর হোসেন নামের সাবেক এক শিক্ষার্থী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সংক্রান্ত খবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। পরে ওই শিক্ষার্থীকে প্রক্টর ইবি থানা পুলিশে সোপর্দ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App