আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আর কোষাধ্যক্ষ পদে মনোনীত হলেন দলের সাবেক কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
বুধবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্যপদে অধ্যক্ষ মতিউর রহমানকে মনোনয়ন দিয়েছেন। একই ক্ষমতা বলে দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দিয়েছেন এইচ এন আশিকুর রহমানকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।