×

খেলা

হ্যাটট্রিক দিয়ে রোনালদোর বছর শুরু

Icon

nakib

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

হ্যাটট্রিক দিয়ে রোনালদোর বছর শুরু
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্টিকের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন। পরশু ঘরের মাঠে ইতালিয়ান সিরি আর লিগে ক্যালিয়ারির বিপক্ষে জয় পায় জুভেন্টাস। এ ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের আরেক গোলদাতা গনসালো হিগুয়াইন এবং সবকটি গোল হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৩৪ বছর বয়সী এই তারকার ট্রেবলে অ্যালিঞ্জ স্টেডিয়ামে ক্যালিয়ারির বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জুভরা। গত বছর জুভেন্টাসে যোগ দিলেও সিরি আতে রোনালদোর কাছ থেকে হ্যাটট্রিকের দেখা মিলছিল না। টানা পাঁচ ম্যাচে গোল করে আগের বছর শেষ করা তারকা ফরোয়ার্ড অবশেষে নতুন বছরে কাক্সিক্ষত হ্যাটট্রিকের দেখা পেলেন। কালিয়ারিকে বিধ্বস্ত করার ম্যাচে দারুণ এক মাইলফলকও গড়েছেন তিনি। মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে সিরিআ, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন পর্তুগাল অধিনায়ক। এতদিন ধরে এই রেকর্ডের একমাত্র মালিক হিসেবে নাম ছিল অ্যালেক্সিস সানচেজের। চিলির এই তারকা স্ট্রাইকার ইতালিতে উদিনেস, স্পেনে বার্সেলোনা ও ইংল্যান্ডে আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। ইতালিতে রোনালদো প্রথম হ্যাটট্রিক করলেও, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে বহু হ্যাটট্রিকের মালিক তিনি। এছাড়া প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিকে সফল সি আর সেভেন। এদিকে এটি রোনালদোর ক্যারিয়ারের ৩৬তম লিগ হ্যাটট্রিক। ২০০৮ সালের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো ফুটবলারই এই কীর্তি গড়তে পারেননি। তার সবচেয়ে নিকট প্রতিদ্ব›দ্বী হিসেবে বার্সার লিওনেল মেসি ৩৪টি হ্যাটট্রিক করেছেন। আর ১৬টি হ্যাটট্রিক নিয়ে তৃতীয় স্থানে মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। ক্লাব ও নিজ দেশ পর্তুগালের হয়ে রোনালদো ৫৬টি হ্যাটট্রিক করেছেন। যেখানে জাতীয় দলের জার্সি গায়ে করেছেন ৯টি। সুইডেন কিংবদন্তি এসভেন রাইডেলের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে তিনি ভাগ বসিয়েছেন সময়ের সেরা এই ফুটবলার। প্রথমার্ধে জুভেন্টাসকে রুখে দেয় ক্যালিয়ারি। দ্বিতীয়ার্ধে শুরু হয় সিআর সেভেন শো। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুল আর রোনালদোর চতুরতায় এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের বাইরে ক্যালিয়ারির ডিফেন্ডার ক্লাভানের দেয়া পাস কেড়ে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান রোনালদো। ৬৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ২ মিনিটের ব্যবধানে আরো ২ গোল করে ওল্ড লেডিরা। ৮১ মিনিটে হিগুয়েইন গোল করেন। ডি-বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। ৮২ মিনিটে পর্তুগিজ যুবরাজ গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App