×

রাজধানী

রাজধানীতে জেঁকে বসেছে শীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৩৯ এএম

রাজধানীতে জেঁকে বসেছে শীত

ছবি: ভোরের কাগজ।

রাজধানীতে জেঁকে বসেছে শীত
রাজধানীতে জেঁকে বসেছে শীত
রাজধানীতে জেঁকে বসেছে শীত

রাজধানী জুড়ে জেঁকে বসেছে শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডায় ঘর থেকে বাহির হতে হিমশিম খাচ্ছে অফিসগামী মানুষ। কারও একেবারেই জরুরি কাজ না থাকলে বের হচ্ছেন না বাহিরে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি’তে উঠানামা করছে। তবে দুপুর ৩টা নাগাদ তাপমাত্রা ২৪ ডিগ্রিতে বেড়ে আবার কমতে শুরু করবে বলে আবহাওয়া পূর্বাভাশে বলা হয়েছে।

[caption id="attachment_193414" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

রাজধানী ছাড়াও দেশের প্রতিটি জেলাতে বেড়েছে শীতের প্রকপ। দিন মজুরিরা নিয়মিত কাজ করতে না পারায় কোনো মতে দিনাতিপাত করছে তাদের পরিবার। কৃষকরা সময় মতো তুলতে পারছেন না তাদের ফসল।

শৈত্যপ্রবাহে বেশি দুর্ভোগ পোহাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। এছাড়াও যাদের শীতের কাপড় নেই এবং যাদের বসবাস রাস্তায় তারাও নিরবে সহ্য করছে হার কাপানো এই শীত।

[caption id="attachment_193415" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

গত ২ জানুয়ারি থেকে সারাদেশে ভারি বৃষ্টিপাতের পর নতুন বছরে শীতের তীব্রতা আবার বাড়তে থাকে। তবে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বলেও এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে।

[caption id="attachment_193417" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App