×

খেলা

বিসিবিতে আগ্রহী গিবসন

Icon

nakib

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ পিএম

বিসিবিতে আগ্রহী গিবসন
বঙ্গবন্ধু বিপিএলের কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করা ওটিস গিবসন টাইগারদের বোলিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহী। ফ্র্যাঞ্চাইজিবিহীন চলমান বিশেষ বিপিএলের কুমিল্লা দলে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক নাইমুর রহমান দুর্জয় ও আকরাম খান। মূলত তাদের মাধ্যমেই বোর্ডের সঙ্গে আলোচনা চলছে গিবসনের। বিপিএলের সপ্তম আসরে চট্টগ্রাম পর্ব চলাকালীন নিজ দেশের ডাক পেয়ে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকান চার্লস ল্যাঙ্গাভেল্ট। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের অনুরোধক্রমে সেই পদত্যাগপত্র অনুমোদনও দিয়ে দেয় বিসিবি। তারপর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের জায়গাটা ফাঁকা থাকায় বোলিং কোচ খুঁজছে বিসিবি। আর তাই বাংলাদেশের পেস বোলিং কোচের তালিকায় ওটিস গিবসনের নাম আলোচনায়। এবার তিনি জানালেন, বিসিবির সঙ্গে তার কথাবার্তা চলছে। বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে তার। গিবসন বলেন, বিসিবির সঙ্গে আমার কথা হয়নি বলা ভুল হবে। তবে দায়িত্ব নেয়ার মতো আলোচনা থেকে আমরা এখনো অনেক দূরে। দেখা যাক সামনে কী হয়। আমি ক্রিকেট ভালোবাসি। বোলিং কোচ হিসেবে কাজ করে আনন্দ পাই। ভবিষ্যতে যদি তরুণ পেসারদের নিয়ে কাজ করার কোনো সুযোগ হয় অবশ্যই সেটা নিয়ে ভাববো। ওদিকে ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ওই সিরিজের আগেই হয়তো বোলিং কোচ চ‚ড়ান্ত করার ব্যাপারে ভাববে বিসিবি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২০২০ সালে ১০টি ম্যাচ খেলবে। ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিসরে ভালো করতে হলে বাংলাদেশের পেস বোলারদের উন্নতি দরকার। সেজন্য একজন ভালো বোলিং কোচও দরকার। বর্তমানে বঙ্গবন্ধু বিপিএলে দায়িত্ব পালনকালে গিবসন কাছ থেকে বাংলাদেশের পেস বোলারদের দেখছেন। কুমিল্লার কোচিং করাতে এসে ইতোমধ্যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা হয়েছে তার। সুযোগ পেলে নিজের সবটুকুই উজাড় করে দেবেন সাবেক এই ক্যারিবীয় পেসার। তিনি বলেন, কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা গড়ে তুলতে হয় কীভাবে সেটা আমার ভালোই জানা আছে। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই। ৫০ বছর বয়সী গিবসন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৯৯ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর যোগ দেন কোচিং পেশায়। ২০১০-২০১৪ সাল পর্যন্ত নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা ঘরে তুলে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার হয়ে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে এই ক্যারিবিয়ানের। এছাড়া বর্তমানে তিনি পূর্ণ মেয়াদে কোনো দেশের কোচিংয়ের দায়িত্বেও নেই। তাই হাতের কাছে পাওয়ায় রাসেল ডোমিঙ্গোর কোচিং প্যানেলে যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে গিবসনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App