×

সাহিত্য

দৃশ্যকাব্য’র নতুন প্রযোজনা ‘বাঘ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৩৫ পিএম

দৃশ্যকাব্য’র নতুন প্রযোজনা ‘বাঘ’
এক বন্ধ ঘরে বন্দী দেখা পেয়েছিল এক বাঘের। মাটির নিচের বন্ধ ঘর, সেখানে বাঘের গর্জন শুনতে পায় সে, টের পায় অদৃশ্যে বাঘটার রাজকীয় চলন। ধাঁধা জাগে মনে, জানতে চায় বাঘ-রহস্যের সবটুকু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় সফরে বান্দরবন গিয়েছিলেন। তখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নেতা বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন একটি বাঘের বাচ্চা, যা ঢাকা চিড়িয়াখানাকে দিয়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ হলেন বঙ্গবন্ধু আর তাঁর সেই বাঘটির ঠাঁই হয়েছিল ঢাকা চিড়িয়াখানার মাটির নিচের এক বদ্ধ কারাগারে। বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট সইতে হয়েছিল বাঘটিকে। কেননা, বাঘটি ছিল বঙ্গবন্ধুর বাঘ। ১৯৯০-৯১ সালের দিকে হাইকোর্টে রিট মামলা হয়েছিল বাঘটির মুক্তি চেয়ে আর সেই খবরটি প্রকাশিত হয়েছিল দৈনিক সংবাদ পত্রিকায়। বঙ্গবন্ধুকে মুছে ফেলার একদা চলমান প্রচেষ্টার সময়কালীন গল্প এটি। বন্দী আর বাঘের গল্পটার শুরু তখন, যখন এই দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়া ছিল নিষিদ্ধ। আইন করে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার। ধ্বংস করা হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর সাথে সম্পর্কিত যা কিছু। লিখিত দলিল ধ্বংস হয়েছে দেদারসে, তাই সত্যিকারের বাঘটার মতোই দেখা মেলে না কাগজে কলমে অনেক কিছুরই। তবে বাঘটার গর্জন যেমন কাঁপিয়ে তুলেছিল বন্ধ কারাগার, একই ভাবে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু ফিরে এসেছেন আমাদের কাছে। আমরা কি টের পাচ্ছি? পাচ্ছি কি? মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নাট্য সংগঠন দৃশ্যকাব্য’র নতুন প্রযোজনা ‘বাঘ’ এর তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নাটকটির রচনা করেন নাসরিন মুস্তাফা, নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা, আবহসংগীতে ইয়াসমিন আলী, গানের কথা ও সুরারোপ করেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। এর কুশীলবরা হলেন এইচ এম মোতালেব, শাকিল আহমেদ, তাসমী চৌধুরী, শুভাশীষ দত্ত তন্ময়, রোমেল শাহ, সৈয়দ, কালিমুল্লাহ, আলিনুর, শরিফুল ইসলাম মামুন, আল ইমরান, শাকিল আহমেদ, আলিনুর, সৈয়দ কালিমুল্লাহ, তাসমী চৌধুরী, রোমেল শাহ। সংগীত পক্ষেপনে ছিলেন আরমান হোসেন। আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস, সেট, পোষাক ও প্রপস নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা। সহযোগী শরিফুল ইসলাম মামুন, প্রচ্ছদ করেছেন দিব্যেন্দু উদাস, মেকআপ শুভসীষ দত্ত তন্ময়, ফটোগ্রাফি তারেক আলী মিলন ও হামজা আনোয়ার, মঞ্চ ব্যবস্থাপনা শরিফুল ইসলাম মামুন, প্রযোজনা সমন্বয়কারী মনিরুল ইসলাম বেলাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App