×

জাতীয়

দারোয়ান-গাড়িচালক গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০২:১১ পিএম

দারোয়ান-গাড়িচালক গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

ডা. সারওয়ার আলী

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে সপরিবারে হত্যা চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- বাড়ির দারোয়ান হাসান ও গাড়িচালক হাফিজুল। সোমবার (৬ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৭ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক গাড়িচালক নাজমুলকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) শচীন মল্লিক ভোরের কাগজকে বলেন, সারওয়ার আলী হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বাড়ির কেয়ারটেকার ও গাড়িচালক হাফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। শচীন মল্লিক আরো জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে যেটি কেয়ারটেকার হাসানের। ঘটনার সময় ওই মোবাইলে সাবেক গাড়িচালক নাজমুলের একাধিকবার ফোন আসে। সে কারণেই ধারণা করা হচ্ছে, হত্যা চেষ্টার ঘটনায় নাজমুল জড়িত থাকতে পারে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে এসি শচীন মল্লিক বলেন, ঘটনাটিতে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা কিংবা অন্য কারণে ঘটে থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App