×

সাহিত্য

জেলার শিল্পীদের চোখ ধাঁধিয়ে দেয়া নৈপুণ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৪১ পিএম

জেলার শিল্পীদের চোখ ধাঁধিয়ে দেয়া নৈপুণ্য
দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব মঞ্চের পঞ্চম সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা তাদের চোখ ধাঁধিয়ে দেয়া নৈপুণ্য প্রদর্শন করেছে। প্রথমে রাজবাড়ি জেলার শিল্পীরা তাদের পরিবেশনার শুরুতে জেলা ব্রান্ডিং ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী উপস্থাপন করে। এরপর মো: আরিফুজ্জামান চয়নের পরিচালনায় ‘ও পৃথিবী এবার এসে’ এবং মো: রেজাউল করিম লালন এর পরিচালনায় ‘দে তালি বাঙ্গালী’ গানের কথায় ২টি সমবেত নৃত্য পরিবেশন করে শিল্পী অনিকা দেবনাত পূজা, অন্তি ইয়োমি, সাদিয়া, মেহজাবিন, মৌনিতা আচল, ঐশ্বর্য রিমঝিম, হেমন্ত, শিপন, শিলা ও উপমা; সমবেত সঙ্গীত ‘ধনধান্যে পুষ্পে ভরা’ পরিবেশন করে শিল্পী নিজাম আনসারি, চপল সান্যাল, জান্নাতুল ফেরদৌস মিমি, টিটু কুমার দে, মামুন খান ও রাসেল; একক সঙ্গীত পরিবেশন করে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছায়া কর্মকার এবং উপজেলা পর্যায়ের শিল্পী তৌকির আহমেদ। এছাড়াও পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত। বগুড়া জেলার পরিবেশনায়ও আগে ‘জেলা ব্রান্ডিং ভিডিও প্রদর্শনী হয়। ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘ভয় কি মরণে’ গানের কথায় ২টি সমবেত সঙ্গীত পরিবেশন করে শিল্পী মেহজাবিন বিনতে রহমান, সাদিয়া ইসলাম প্রেরণা, কথা মনি পিউ, নাতাশা রাণী মোহন্ত, সুমাইয়া আক্তার, নির্মল চন্দ্র রায়, আব্দুল মতিন, রাহা রহমান ও রাকিব উদ্দিন আহমেদ; ‘কাকন তুলে ঝুমুর নাচন’ এবং দুখিনী বাংলা, জননী বাংলা’ গানের কথায় ২টি সমবেত নৃত্য পরিবেশন করে শিল্পী মার্গারেট সুপর্ণা বেপারী তন্বী, সুস্মীতা মালাকার, সুষ্মিতা দাস, মনিষা খাতুন, রিয়ামনি, মোমিনুল ইসলাম সৈকত, মেহবুব হাসান সিমান্ত, মেহফুজ্জামান রিমন, শামীম মাহমুদ শাকিল ও শামীম হোসেন; একক সঙ্গীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী ম্যাক এপেল এবং উপজেলা পর্যায়ের সারিয়াকান্দির শিল্পী মো: জমিরুল ইসলাম জেমী, যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী হাসিনুর রহমান হাসু, বিমল কবিরাজ, আব্দুর গফুর মতি, নিখিল চন্দ্র দাস ও আরমানুর রশদি আকাশ। মৌলভীবাজার জেলার পরিবেশনায় তথ্যচিত্র প্রদর্শনী জেলা ব্রান্ডিং; ‘শোন একটি মুজিবরের থেকে’ এবং ‘কেমনে চিনিব তোমারে’ গানের কথায় ২টি সমবেত নৃত্য পরিবেশন করে শিল্পী রুবিনা মাহমুদ, ইপা বড়ুয়া, উপমা উর্বশী, নিশিতা দাস রাত্রী, টুম্পা দেবী, শহিদুল ইসলাম অভি, মাহবুব, মো: সুমন বাপ্পী, বাপন পাল ও কাইয়ুম আহমেদ; ‘লোকপ্রেম ভান্ডার আমার মৌলভীবাজার’ এবং ‘রঙ্গিলা বাড়ই দিছুইন খেলুয়া বানাইয়া রে’ গানের কথায় ২টি সমবেত সঙ্গীত পরিবেশন করে শিল্পী রুবিনা মাহমুদ, ইপা বড়ুয়া, উপমা উর্বশী, নিশিতা দাস রাত্রী, টুম্পা দেবী, শহিদুল ইসলাম অভি, মাহবুব, মো: সুমন বাপ্পী, বাপন পাল ও কাইয়ুম আহমেদ; একক সঙ্গীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী ড. অনুপম পাল এবং উপজেলা পর্যায়ের শিল্পী সুশান্ত দাস; এছাড়াও পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত । এরপর একাডেমি প্রাঙ্গণে রাত ৮টায় দর্শনীর বিনিময়ে আব্দুল মাজেক প্রামাণিক ও মো: নাজমুল হোসেন এর নির্দেশনায় ঐতিহ্যবাহী লোকনাট্য ‘গুণাই বিবির পালা’ মঞ্চস্থ হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামাদ, হাবিবুর শেখ, মোজাফ্ফর, মুন্নি, মো: নাজিম হোসেন, মো: আকিজ শেখ, নায়েব আলী, রোকেয়া, মুক্তা, মানিক, আব্দুল মাজেদ প্রামাণিক, যন্ত্রে সহযোগিতা করেছেন আতালেব শেখ, মানিক, মো: পলাশ, কামরুল ও লাবলু। এ ছাড়া শিল্পকলা একাডেমি ঢাকার পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিল্পী হিসাম, শুপ্ত, তেসিফ, জাবের, সাফিন ও স্বর্ণালি, একক আবৃত্তি করে শিল্পী লায়লা আফরোজ, ‘পিন্দারে পলাশের বন এবং নাও ছাড়িয়া দে’ গানের কথায় আনিসুল ইসলাম হিরুর পরিচালনায় ২টি সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালাচারাল একাডেমি। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App